মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় ‘ইতিহাস পরিবহনে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, ইতিহাস পরিবহনের বাসটি চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ডে যাত্রী নামানোর সময় আগুন দেয় যাত্রী বেসে থাকা কয়েকজন। এসময় আগুন দেখে দৌড়ে গিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা।
ইপিজেড ফায়ার সার্ভিসের কমান্ডার আনোয়ার হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-কে বলেন, স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। ততক্ষণে গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।