মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি`র সদর দপ্তরের সভাকক্ষে ২০/১২/২০২৩ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় আসন্ন পবিত্র বড়দিন-২০২৩ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনারসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও গাজীপুরে অবস্থিত সকল চার্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান।পবিত্র বড়দিন উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।সর্বোপরি গাজীপুর মহানগরবাসীর সবাইকে পবিত্র বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবাইকে উৎসবমুখর পরিবেশে আসন্ন পবিত্র বড়দিন উদযাপন করার আহ্বান জানান।