মোঃ সোহরাব হোসেন সবুজ স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা শহরের মিলগেট বাজার উন্নয়ন সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হচ্ছে। ৩৩ বিজিবি ক্যাম্প ও টেক্সটাইল মিলের সামনে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। সভাপতি- সম্পাদক সহ ১১ টি পদের বিপরীতে এ নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা নির্বাচনী ফরম ক্রয়/ সংগ্রহের পর থেকে বাজার উন্নয়ন সমিতির এ নির্বাচন ইতিপূর্বেই জমে উঠেছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভোট হবে বলে স্থানীয় দোকানদারদের থেকে জানা যায়। নির্বাচনী সকল প্রস্তুতি সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে বলে নির্বাচন কমিশনার শেখ শওকাত আলী জানান। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহনের পর সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করতে পারবে বলে নির্বাচন কমিশনার সহ অন্যান্য সদস্যরা জানান। এ বাজার কমিটির নির্বাচনকে ঘিরে স্থানীয় জনসাধারণ, সুধীজন ও প্রশাসনের সহযোগিতা পাবেন বলেও নির্বাচন পরিচালনা কমিটি আশাবাদী।