মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন ও ছুটি নগদায়ন (লাম্পগ্রান্ট) এর অর্থ তুলে দিলেন জিএমপি কমিশনার মহোদয়
জিএমপি কমিশনার জনাব মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) মহোদয় আজ ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য বিতান বড়ুয়া’র পরিবারের হাতে পেনশন ও ছুটি নগদায়নের (লাম্পগ্রান্টে) অর্থ তুলে দেন। দ্রুতসময়ে পেনশন ও ছুটি নগদায়নের (লাম্প-গ্রান্ট) অর্থ পাওয়ায় মৃত পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তানগণ কমিশনার মহোদয়ে’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যেকোন প্রয়োজনে জিএমপি’র সাথে যোগাযোগ করার জন্য সম্মানিত কমিশনার মৃত পুলিশ সদস্যের পরিবারের প্রতি আহবান জানান।