মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি ।
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (৬ জুলাই) বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন শেখ তন্ময় এম.পি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ শেখ তন্ময় এম.পি কে ফুলের শুভেচ্ছা জানান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাফুফের সদস্য চৌধুরী জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি, জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন