হায়দার হাওলাদার নিজস্ব প্রতিবেদক
গ্রাম পুলিশ সদস্যদের চাকরির জাতীয়করণ সহ চার দফা দাবিতে সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে (১৪/০৮/২০২৪) রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ বাহিনীর উদ্যোগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৬ হাজার গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণ দাবি সহ (৪) দফা দাবিতে কর্মসূচি।
এই সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী মোঃ লাল মিয়া ও অন্যান্য সমন্বয়কারী মোঃ রাশেদ আলী কৃষ্ণধন চৌধুরী মোঃ সুমন মোঃ ইমরান সহ সমগ্র বাংলাদেশ থেকে আগত গ্রাম পুলিশ সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদস্যদের সাথে আসামি ধরা মাদক জুয়া ইভটিজিং জঙ্গিবাদ পুলিশকে সহায়তা সহ উপজেলা স্থানীয় পর্যায়ের সকল দপ্তরের কাজের সাথে নিয়োজিত থেকে নামমাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন করতে না পেরে মানবেতার জীবনযাপন করতে হচ্ছে।
প্রধান সমন্বয়কারী লাল মিয়া বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালিত করতে হবে এবং ২০০৮ /২০০৯/২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেলের গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন ভাতাদি পরিশোধ করতে হবে মর্মেচার ৪ দফা দাবি নিয়ে সমাবেশ কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যদের চাকুরী জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাহারা বাড়ী ফিরে যাবে না