মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় ১২ ই রবিউল আওয়াল উপলক্ষে পবিত্র জশনে জুলুছে ঈদ – এ মিলাদুন্নবী পালিত।সোমবার ১৬ই সেপ্টেম্বর ২০২৪ আশুলিয়ার সাঈদ মীরের উদ্যোগে খিতাপচর রহমানিয়া দরবার শরিফে,পবিত্র জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী পালিত। উক্ত ঈদ- এ মিলাদুন্নবী উপলক্ষে উপস্থিত হয়ে কলেমার পতাকা তলে একই ব্যানারে যোগ অগনিত মুসল্লি মুসলিম আশেকানে। এ সময় আগত হজরত শাহছুফী আল্লামা আলহাজ্ব সৈয়্যদ শাহ নজরুল ইসলাম খিতাপচরী আল হাসানী আল মাইজভান্ডারী (মঃজিঃআঃ)।বলেন,আমরা মুসলমানরা সন্ত্রসী নই উগ্রবাদী নই এই বার্তা সারা দুনিয়াতে পৌছে দিতে চাই। ৫৭০ খৃষ্টাব্দে আজকের এই দিনে হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচারে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়।মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পিতা আবদুল্লাহ ও মাতা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময়ে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ ।মিলাদুন্নবী পালনে আগত মেহমানেরা আশুলিয়া থানার জামগড়ার মেইন সড়কে একই ব্যানারে কলেমার পতাকা উত্তলনে বৃহত একটি র্র্যালী বের করেন।উক্ত অনুষ্টানটির সার্বিক তত্ববধায়নে ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ বাংলাদেশ।(ঢাকা মগানগর শাখা)