সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

কাশিমপুরে কমিউনিটি পুলিশিং কমিটি  সভা অনুষ্ঠিত

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের মহানগর কাশিমপুরে কমিউনিটি পুলিশিং কমিটি উপলক্ষে আয়োজিত মাদক,চুরি,ছিনতাই,ডাকাতি,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৮ ডিসেম্বর)বিকেল ৪ টায় মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কাশিমপুর থানার উদ্যোগে এই কমিউনিটি পুলিশিং কমিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এনায়েত হোসেন মোল্লা, সাবেক মেম্বার ১ নং ওয়ার্ড, কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, সভাপতি ১ নং ওয়ার্ড বি এন পি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবীর কুমার সাহা সহকারি পুলিশ কমিশনার কোনাবাড়ী জোন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ কাশিমপুর মেট্রো থানা,। মোঃ ইফতেখার হোসেন, তদন্ত ওসি কাশিপুর মেট্রো থানা,।আলমগীর হোসেন মন্ডল সাধারন সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক কাশিমপুর থানা বিএনপি। মো: আল-আমিন সিনিয়র সভাপতি ১ নং ওয়ার্ড যুবদল। সুরুজ্জামান গায়েন, সাবেক সাধারণ সম্পাদক কাশিমপুর ইউনিয়ন বিএনপি। জনাব ওমর ফারুক আশিক চৌধুরী, আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবদল, সাবেগ যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল। সাকিব হাসান নিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সুবীর কুমার সাহা বলোন, একটা সমাজ খারাপ হওয়ার পিছনে শুধু খারাপ লোকেরাই এর জন্য দায়ী নয়। সমাজ খারাপ হয় যেসব ভালো মানুষ অপরাধ চোখের সামনে দেখেও চুপ থাকে। খারাপ মানুষের সংখ্যা খুব বেশি নয়, তাই তিনি বলেন সবাই যদি প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে এ সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাদক চুরি ছিনতাই নারী নির্যাতন শিশু নির্যাতন ও কিশোর গ্যাং এরা আর কোন প্রকার অপরাধ করার সাহস পাবে না। যেকোনো প্রকার অপরাধ আপনার সামনে হলে আমার নাম্বারে অথবা আমার ওসি ও তদন্ত ওসি কে জানাবেন। সশরীরে অথবা কাশিমপুর থানার ডিউটি অফিসার ২৪ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত থাকে। যদি ও আমাদের ফোর্স কাশিপুর থানায় কম তারপরও আপনাদের আমরা সেবা দিয়ে যাচ্ছি। কোন মাদক সেবনকারীকে উপযুক্ত প্রমাণ সহ পেলে কোনক্রমেই তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এসময় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

 উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর পাবলিক স্কুলের শিক্ষক জনাব মো: শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মহানগর পাবলিক স্কুল। বক্তব্য রাখেন মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক সাহাজউদ্দিন সরকার, প্রতিদিনের বাংলাদেশ গাজীপুর প্রতিনিধি। বক্তব্য বলেন সমাজের অনিয়ম দুর্নীতি, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন ও শিশু নির্যাতনের প্রতিবাদে পুলিশের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা বিকেল চারটায় শুরু হয়ে মাগরিবের আজানের আগে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102