মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে মরিয়ম নামের ১০ বছরের এক শিশু কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় মরিয়ম(১০) অসুস্থ মায়ের ওষুধ কিনতে বের হয়ে জিরানী বাজারে আসে রাস্তা পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।
সাথে সাথে কর্তব্যরত কাশিমপুর থানা পুলিশ ও সাধারণ মানুষের সহযোগীতায় ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে ধরতে সক্ষম হয়।
এলাকাবাসীর অভিযোগ এই স্থানে কোন ওভার ব্রীজ না থাকায় প্রতিনিয়ত ঘটছে এ রকম দূর্ঘটনা।
তাদের দাবী কিছুদিন পর পর ইউটার্ন নিতে গিয়ে প্রতিদিন কিছু কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাই এলাকাবাসীর দাবী এখানে দ্রুত একটা ওভার ব্রীজ নির্মান হোক।