মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুরে ছোট গোবিন্দপুর এলাকায়
(৩১-১২-২০২৩) রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দাড়ালো চাপাতি তারা হত্যা করেছে স্বামী আজগর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি ও মারাধর করে স্বামী আজগর আলী(৩৮)। পরে স্ত্রী শাহনাজ আক্তার (৩৬) তার দুই সন্তান নিয়ে রাতের খাবার না খেয়েই তাদের স্বয়ং কক্ষে শুয়ে পড়ে। পরবর্তীতে ০১-০১-২০২৪ রাত আনুমানিক ১২.৩০ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে ঘরের দরজা আটকিয়ে স্বামী আজগর আলী (৩৮) স্ত্রী শাহনাজ আক্তার (৩৬) ধারালো চাপাতি দিয়ে গলার ডানপাশে কুপ দিয়ে হত্যা করেন।
১৫ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তানের জননী ছিলেন নিহত শাহানাজ আক্তার।
অভিযুক্ত আজগর আলী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার দমদম পাড়া এলাকার ওমর মোল্লার ছেলে। নিহত স্ত্রী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা শামসুল হক এর বড় মেয়ে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।