শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন শ্রমিকের মৃত্যু আহত- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় :
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
৮৭
বার পড়া হয়েছে
গাজীপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত ৫ জন।
নিহত নারী শ্রমিক আনজুমানআরা বেগম ও আহত জামাল উদ্দিন গুলিবিদ্ধ হয়। এছাড়াও আরও ৩ জন আহত হয়েছেন।
গতকাল ঘোষিত ন্যূনতম মজুরি ১২৫০০ (বারো হাজার পাঁচশত) টাকা প্রত্যাখ্যান করে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর এর জরুনসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আজ বিক্ষোভে নামে।
আজ (বুধবার) সকাল বেলা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। সকালের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত আনজুমানআরা বেগম সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চরণ নাটিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাশেমপুর কোনাবাড়ী সংযোগ রোড সংলগ্ন ইসলাম গার্মেন্টস লিমিটেড এর মেশিন অপারেটর ছিলেন।