মোঃ জামাল আহমেদ স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ উল ফিতর,র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগ কাশিমপুরের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম গায়েন
তিনি বলেন,দির্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলিমজাতির জন্য শ্রেষ্ঠ উপহার পবিত্র ঈদ-উল ফিতর।
ঈদ-উল ফিতর বয়ে আনুক সকল মানবের জীবনে আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা।ধনী গরীবের বৈষম্য দুর করে এক কাতারে মিলিত হোক মুসলিম ভাই ভাই।তবে এই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করবো,আপনি আপনার নিকটাত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।ঈদের আনন্দ একার জন্য নয়,ঈদ সবার জন্য।পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন,যাকাত ফেতরা আদায় করুন।নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন।দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
গাজীপুর সিটি করপোরেশন কাশিমপুর ১ নং ওয়ার্ড সহ সারা দেশবাসীকে জানাই ঈদ-উল ফিতর,র অগ্রিম শুভেচ্ছা (ঈদ মোবারক)