নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদের বেদীতে পুষ্পমাল্য অর্পন করলেন বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা।শনিবার ১৬ ই ডিসেম্বর ২০২৩ প্রথম প্রহরে বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা মহা সচিব ফরিদ খান এর নির্দেশক্রমে,সারা দেশে এ সংগঠন টির স্ব স্ব ব্যানারে জাতীয় সৃতিসৌধে একযোগে পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় সাংবাদিকদের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখার ঢাকা সভাপতি বাবুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আহমেদ সহ আরও অনেক।
এসময় সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন,পরাধীনতার হাত থেকে দেশের স্বাধীনতা আনতে,লাল সবুজের পতাকা উপহার দিতে যারা জীবন দিয়েছেন,সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করি।
প্রানের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এর ব্যানারে একাধিক সাংবাদিক সংগঠন পুষ্পমাল্য অর্পনে সম্মিলিত হওয়ায় শুভকামনা সকল কলম সৈনিক এর জন্য।এ সময় বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলনা শফিকুল ইসলাম বলেন,আজ বাঙালী জাতির সবচেয়ে বড় বিজয়ের দিন।এই বিজয় আনতে যারা জীবন দিয়েছেন তারা চির অমর,তাদের স্বরনে,লাখো শহীদের স্বরনে জাতীয় সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেছি,আজ বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা সহ একাধিক সাংবাদিক সংগঠন সাংবাদিক সহকর্মী ভাই বোনেরা একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ সময় পুষ্পমাল্য অর্পনে সংযুক্ত ছিলেন মোঃ জামাল আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা,শাহিদা বেগম মহিলা সম্পাদিকা বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা,রাজমুল হুদা দপ্তর সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা,সুবেল মিয়া কার্যকারী সদস্য বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা।রিয়ামনি বাপ্পি আহমেদ প্রমুখ।