মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বনানী থানা শাখার নব্য কমিটির অনুমোদন।১৬ ই ফেব্রুয়ারী শুক্রবার বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর এর(সভাপতি) তাওহীদ খান ও (সাধারণ সম্পাদক)রিদম এর যৌথ সাক্ষরে এ নব্য কমিটির অনুমোদন দেওয়া হয়।রাজধানী বনানীর স্টার কাবাব রেস্তোরাঁয় আনুষ্ঠানিক সভার মধ্যদিয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধানকে(সভাপতি) ও ওমর ফারুক মিল্লাত কে (সাধারণ সম্পাদক)করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে অপরাধ বিচিত্রার রিপোর্টার হাবিব সরকার স্বাধীন কে (যুগ্মসাধারণ সম্পাদক)সহ নবগঠিত কমিটির সকলকে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার পক্ষে ও একাধিক জনবহুল আলোচিত মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাবিব সরকার সাধীন বলেন,মানবাধিকার একটি অরাজনৈতিক সংগঠন,আমরা কলম সৈনিক মানব কল্যানে কাজ করতে এ সংগঠনটির সাথে সম্পৃক্ততা হয়েছি,আমরা সমাজে সংবাদকর্মী হলেও দেশের কল্যানে কাজ করতে লেখোনীর মধ্যদিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে সাংবাদিক মানবাধিকার কল্যান আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসন রাজনৈতিক ব্যাক্তিবর্গ একই সুত্রে গাঁথা।আসুন একেঅপরের সহযোগীতায় দেশের কল্যানে জনকল্যাণকর কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি।